আজ ৬ ডিসেম্বর। ১৯৯২ সালে এই দিনেই গুঁড়িয়ে দেওয়া হয় বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের রায়ে এখন সেখানেই তৈরি হচ্ছে রাম মন্দির। বিগত কয়েক বছরের মতো এবারও বাবরি ধ্বংসের দিনটিতে শান্তই আছে অযোধ্যা নগরী। তবে বাবরি ধ্বংসের দিনটিকে সামনে রেখে মথুরায় অখিল ভারতীয় হিন্দু মহাসভার কর্মসূচি ঘিরে উত্তেজনা আছে।
মথুরায় শাহী ইদগা মসজিদ চত্বরে আজ হনুমান চালিশা পাঠ করার ডাক দিয়েছে হিন্দু মহাসভা। প্রশাসন এই কর্মসূচি নিয়ে সতর্ক। মসজিদ এবং লাগোয়া কৃষ্ণ জন্মস্থান মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিন্দু মহাসভার কয়েকজন কর্মকর্তাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করেছে পুলিশ। কয়েকজনকে থানায় এনে বসিয়ে রাখা হয়েছে।
কর্নাটকের কিছু এলাকাতেও আজ খানিক উত্তেজনা রয়েছে। তবে কোনও এলাকা থেকেই অপ্রিয় ঘটনার খবর নেই।
বাবরি মসজিদ ধংসের পর অযোধ্যায় ৬ ডিসেম্বর একপক্ষ কালো দিবস পালন করা হতো। আর এক পক্ষ পালন করত শৌর্য দিবস। ২০১৯ এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যায় মন্দির-মসজিদ বিবাদ ঘিরে আড়াইশো বছরের পুরনো মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর থেকে দিনটি মূলত ঘটনাবিহীনই থাকে। এবারও থাকবে বলে আশা করা হচ্ছে।