পুণ্যতিথিতে ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ। মঙ্গলবার সকালে সংসদ ভবনের লনে ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে বাবাসাহেবের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ছাড়াও আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ। আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। অমিত শাহ টুইট করে লিখেছেন, বাবাসাহেব আম্বেদকর দেশকে একটি ন্যায়বিচার-ভিত্তিক, প্রগতিশীল এবং সর্ব-অন্তর্ভুক্ত সংবিধান প্রদান করেছিলেন, যা প্রতিটি শ্রেণীর অধিকারের সুরক্ষা নিশ্চিত করেছে।