রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। আর দলের হারের পরে এ বার সতীর্থদের দায়ী করেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। তাঁর রাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। বাবর জানিয়েছেন, এই পিচে খেলতে চাননি তাঁরা। যে পিচ তাঁরা চেয়েছিলেন, সেটা তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাবর।
ম্যাচ শেষে বাবর বলেছেন, ‘‘টেস্টের আগে কী রকম পিচ চাই সেটা আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু যে ধরনের পিচ চেয়েছিলাম, সেটা পাইনি। জানি না তার কারণ কী?’’ ঠিক কী ধরনের পিচ চেয়েছিলেন বাবর? পাক অধিনায়ক বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম পিচে যাতে স্পিনারদের জন্য সাহায্য থাকে। কারণ, ইংল্যান্ডের ব্যাটারদের পেসারদের বিরুদ্ধে তেমন সমস্যা হয় না। স্পিনারদের বিরুদ্ধে ওরা সমস্যায় পড়ত। তা ছাড়া ওদের দলেও ভাল স্পিনার নেই। কিন্তু আমরা সেই পিচ পেলাম না।’’
দলের ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন বাবর। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৫৭ রান করার পরেও যে ভাবে তাঁদের ব্যাটাররা খেলেছে তাতে খুশি তিনি। বাবর বলেছেন, ‘‘প্রতিপক্ষ টেস্টের প্রথম দিন ৫০০ রান করলে সেখান থেকে ফেরা কঠিন। কিন্তু যে ভাবে আমাদের ব্যাটাররা খেলেছে তাতে বোঝা যায়, ওরা মানসিক ভাবে কতটা শক্তিশালী। দ্বিতীয় ইনিংসেও আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না।’’
প্রথম ইনিংসে তাঁদের বোলিং ভাল হয়নি বলে স্বীকার করে নিয়েছেন বাবর। বলেছেন, ‘‘যদি বোলাররা ঠিক জায়গায় বল না রাখে তা হলে অধিনায়কের খুব সমস্যা হয়। প্রথম ইনিংসে সেটাই হয়েছে। আমরা ভাল বল করতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে বোলাররা তাদের কাজ করেছে।’’
টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৬৫৭ রান। জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুক শতরান করেছিলেন। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৫৭৯ রান। মহম্মদ শফিক, ইমাম উল হক ও বাবর আজ়ম তাদের হয়ে শতরান করেন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৪ রান করে ডিক্লেয়ার দেয় ইংল্যান্ড। পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৩৪৩ রান। সেটা করতে পারেননি বাবররা। ৭৪ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান।