তৃণমূলের অন্দরে এখনও তাঁর লোক রয়েছে৷ ভেতরের সব খবরই তিনি পান। প্রকাশ্য সমাবেশ থেকে মাঝেমধ্যেই এই দাবি করেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের মুখে বিরোধী দলনেতার এই বক্তব্যকেই কার্যত মান্যতা দিলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে লড়াই বিজেপির সঙ্গে আর লড়াই যারা দলের মধ্যে থেকে গদ্দারি করবে তাদের সঙ্গে’।
কেন একথা বলছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রবীণ রাজনীতিক উদয়নকে বলতে শোনা যায়, ‘আমাদের মধ্যে থেকে কিছু গদ্দার যখন পেছন থেকে অন্য দলকে মদত দেওয়ার চেষ্টা করবে তখনই অন্য দল জয়ী হতে পারবে। তাই দল সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, সিপিএম এর প্রার্থীরা নির্বাচনে দাঁড়াতে চাইলে দাঁড়াবে। আমরা তাদের জামানত জব্দ করব। কিন্তু দলের মধ্যে থেকে যারা দলের সঙ্গে গাদ্দারি করবে তৃণমূল কর্মীরা তাদের ছেড়ে কথা বলবে না।’ স্বাভাবিকভাবে, উদয়নের এমন বক্তব্যের পর শুভেন্দুর অতীতের দাবি নিয়ে শুরু হয়েছে চর্চা৷
একই সঙ্গে এদিনের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে উদয়নের পরামর্শ, ‘সামনেই পঞ্চায়েত ভোট৷ তাই বিজেপির কুৎসার বিরুদ্ধে শুধু মিটিং, মিছিল করলেই হবে না. অন্যরকম ঢোল বাজাতে হবে৷’ কেমন সেই ঢোল, তার ব্যাখ্যা দিতে গিয়ে উদয়ন বলেন, ‘এই ঢোল ঘাড়ে নিয়ে বাজানোর ঢোল নয়। সবটা বলা যাবে না, বুঝে নিতে হবে!’ স্বভাবতই, উদয়নের এই বক্তব্য কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷ বিরোধীরা বলছেন, ভোটের আগে থেকেই সাইলেন্ট রিগিংয়ের বিষয়ে দলীয় কর্মীদের উত্যক্ত করছেন উদয়ন।