পঞ্চায়েত ভোট আর বেশি দেরি নয়। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এই প্রস্তুতির অধীনে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলই বিভিন্ন জেলায় প্রচারকার্য শুরু করে দিয়েছে। এই প্রচারকার্যের অধীনে জনসংযোগ বাড়ানোর জন্য স্থানীয় তৃণমূল সাংসদ শতাব্দী রায় নামলেই তাঁকে সাধারণ জনগণের রোষের মুখে পড়তে হয়। যার ফলে অস্বস্তিতে তৃণমূল।
ঘটনাটি ঘটে শনিবারে বীরভূমের সাঁইথিয়া এলাকার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের হাতোড়া গ্রামে। এই গ্রামে জনসংযোগের উদ্দেশ্যে পৌঁছান শতাব্দী রায়। সেখানে তিনি পৌঁছানোর পরেই স্থানীয় বাসিন্দারা তাঁর সামনে গিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। তাঁরা অভিযোগ জানিয়ে বলেন যে, তাঁরা সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
সাধারণ জনতার মাঝে উপস্থিত থেকে শতাব্দী প্রশ্ন করেন যে, কেউ কি সরকারি বাড়ি পাননি! তখন তাঁর সেই প্রশ্নের উত্তরে উপস্থিত জনতা একসঙ্গে বলেন, “না”। এরপরেই শতাব্দী ক্ষুদ্ধ জনতাকে শান্ত করার জন্য বলেন, “বীরভূমের অনেক মানুষ বাড়ি পেয়েছেন। যাঁরা পাওয়ার যোগ্য ধীরে ধীরে সকলেই পাবেন।”। তাঁর আরও সংযোজন, “যে সমস্ত কাজ বাকি রয়েছে তা দ্রুত সম্পন্ন হবে”।