কোটি টাকা প্রতারণার অভিযোগে বাঙালি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেল ঝাড়খণ্ডের পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ধ্রুব নারায়ণ নামক এক ব্যবসায়ী অর্থ প্রতারণা ও ব্যবসায়িক বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুললে ভবনীকে গ্রেফতার করে ঝাড়খন্ড পুলিশ।
আদালতে ভবানীর দাবি, “আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, জানি না। আজ পুরুলিয়া থেকে কলকাতা যাচ্ছিলাম। ওই সময় ঝাড়খণ্ডের পুলিশ আমায় গ্রেফতার করেছে। আমি প্রতি দিন তিন কোটি টাকার ব্যবসা করি। কোটি টাকা আমার কাছে বড় ব্যাপার নয়!”
অভিযুক্ত ব্যক্তি ভবনীকে মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাস থানায় আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছেন অপর এক ব্যবসায়ী ধ্রুব নারায়ণ। বোকারোর প্রভাত কলোনির বাসিন্দা ধ্রুব নারায়ণ ব্যবসায়ী ভবানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকার অর্থ প্রতারণার অভিযোগ আরোপ করেছেন। মূলত চার মাস ধরে বেপাত্তা থাকার পরে মোবাইল টাওয়ারের লোকেশনের ভিত্তিতে বাঁকুড়া থেকে গ্রেফতার করে ঝাড়খন্ডের পুলিশ। ধৃতকে রবিবারে বাঁকুড়া জেলা আদালতে হাজির করার পরে ট্রানজিট রিমান্ডে করে ঝাড়খনর নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।