প্রতি বছরের মতো এবারও কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের বই নিয়ে আস্ত একটি বইমেলা। ২০১৩ সালে প্রথম এমন যৌথভাবে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ এবং ভারতবর্ষের নানা প্রকাশনা। সহযোগিতায় ছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।

কলকাতায় বাংলাদেশ বইমেলা এখন অনেকের কাছেই সুপরিচিত হয়েছে। এবারের বাংলাদেশ বইমেলা ২০১৯ অনুষ্ঠিত হতে চলেছে ১ থেকে ১০ নভেম্বর ২০১৯।

সময় প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত। শনিবার ও রবিবার দুপুর দুটো থেকে সাড়ে আটটা পর্যন্ত বইমেলা চলবে।

আগে বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হত গগণেন্দ্র আর্ট গ্যালারির দ্বিতলে। কিন্তু কয়েক বছর ধরে এই মেলার স্থান পরিবর্তন করা হয়েছে। এবারের বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মোহরকুঞ্জ অর্থাৎ রবীন্দ্রসদনে পশ্চিম দিকের মাঠে। অংশগ্রহণ করবেন বাংলাদেশের ষাটটিরও বেশি প্রকাশনা সংস্থা। তাদের মধ্যে রয়েছে ‘মাওলা ব্রাদার্স’, ‘ভাষাচিত্র’, ‘প্রথমা’, ‘অন্যপ্রকাশ’ ইত্যাদি।

সহযোগিতায় থাকছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশ এবং সাংস্কৃতিক সহায়তা করছে ভাষা ও চেতনা সমিতি। বাংলাদেশ বইমেলা উপলক্ষে প্রতিবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নানা মন্ত্রী কলকাতায় আসেন। এবারও তেমন বিশিষ্ট কেউ বাংলাদেশ থাকে মেলা উপলক্ষে আসবেন বলেই আশা করছে নানা মহল। আগামী দিনে কলকাতার মানুষের কাছে বাংলাদেশের প্রকাশনার বইপত্র পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.