ড্রোনের সাহায্যে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা ফের ব্যর্থ করে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্জাবের ফাজিলকায় চুড়িওয়ালা চুস্তির কাছে তিনটি প্যাকেটে ৭.৫ কেজি সন্দেহজনক হেরোইন, একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড ৯এমএম বলাবারুদ উদ্ধার করেছে বিএসএফ। শুক্রবার রাতে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোনটি ভারতের আকাশসীমায় উড়ছিল। বিএসএফ জানিয়েছে, গুলি করে ওই ড্রোনটি নামানোর চেষ্টাও করা হয়েছিল।
বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও শনিবার সকালে জানিয়েছেন, আশেপাশের এলাকায় (চুড়িওয়ালা চুস্তির কাছে) ৩-৪ জন সন্দেহভাজনের গতিবিধিও লক্ষ্য করা যায়। বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করেন এবং দুর্বৃত্তদের সন্দেহজনক গতিবিধির দিকে গুলি চালায়। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।