পঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণ মামলার ষড়যন্ত্রকারী পলাতক জঙ্গি হরপ্রীত সিংকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ১ ডিসেম্বর, বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরই হরপ্রীত সিংকে গ্রেফতার করেছে এনআইএ। পলাতক এই জঙ্গির মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা।
এনআইএ জানিয়েছেন, ১ ডিসেম্বর, বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরই হরপ্রীত সিংকে গ্রেফতার করা হয়েছে। পলাতক এই জঙ্গির মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। হরপ্রীতের বিরুদ্ধে বিশেষ এনআইএ আদালত থেকে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল এবং একটি লুক আউট সার্কুলার জারি ছিল।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে লুধিয়ানা আদালতে বিস্ফোরণের মামলায় এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল ও ৬ জন আহত হয়েছিলেন।