ডিসেম্বর পড়ে গেলেও দেখা মিলছে না শীতের! লেপ-কম্বল মুড়ি দিয়ে শীতের আমেজ নেওয়া তো দূর অস্ত। জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছু দিন বাকি বলেই জানাচ্ছেন আবহবিদরা। যদিও শুক্রবার সকালে আগের তুলনায় কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা। তবে শহরের তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে বেশি বলেই হাওয়া অফিস জানিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে। তবে এখনও উধাও ডিসেম্বরের শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই হলেই ধীরে ধীরে কমবে শীতের আমেজ। ফিরবে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহ শেষের দিকে শীতের অনুভূতি পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গত সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আমেজে মজতে শুরু করেছিল শহরবাসী। তবে সপ্তাহ ঘুরতেই আর শীতের দেখা নেই। তবে শীত শীঘ্রই ফিরবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। তাই টাটকা নলেন গুড়ের মজা নিতে মনে মনে তৈরি হচ্ছে রাজ্যবাসী।