এক বাক্যে গোটা কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের পঞ্চমহলের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মোদীকে কে কত বেশি খারাপ কথা বলতে পারে, তা নিয়ে কংগ্রেসে প্রতিযোগিতা চলছে। এদিন পঞ্চমহলের কালোলে একটি নির্বাচনী জনসভা থেকে উপস্থিত মানুষজনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের (কংগ্রেস) একটি শিক্ষা দিতে হবে আমাদের এবং উপায় হল ৫ তারিখে (গুজরাট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট) পদ্ম”-কে ভোট দিয়ে।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, তাঁরা যদি গণতন্ত্রে বিশ্বাস করত, তাহলে কখনোই এই পর্যায়ে যেতে পারত না। তাঁরা গণতন্ত্র নয়, একটি পরিবারে বিশ্বাস করে। একটি পরিবারকে খুশি করার জন্য তাঁরা যে কোনও কিছু করতে পারে এবং সেই পরিবারই তাঁদের কাছে সবকিছু, গণতন্ত্র নয়। প্রধানমন্ত্রীর কথায়, আমি খাড়গেজিকে সম্মান করি। তাঁকে যা বলতে বলা হয়েছে সে তো তাই বলবে। কংগ্রেস জানে না এটা রামভক্তদের গুজরাট। রামভক্তদের এই ভূমিতে তাঁদের বলতে বলা হয়েছিল, ‘মোদীজি ১০০ মাথার রাবণ’।