শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে বৃহস্পতিবার দিল্লির তিহার জেল থেকে নারকো টেস্টের জন্য রোহিণীর আম্বেদকর হাসপাতালে আনা হয়েছিল, যেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে দুই ঘণ্টা ধরে নারকো পরীক্ষা করা হয়েছিল।
এর আগে রোহিণীর এফএসএল অফিসে পাঁচবার আফতাবের পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। এ সময় আফতাবের ওপর হামলার আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা জানিয়েছেন, আফতাবের নারকো টেস্ট সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, শ্রদ্ধা হত্যা মামলায় উদ্ঘাটনের জন্য নারকো টেস্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নারকো টেস্টে মামলা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। এর মাধ্যমে লিংক দিয়ে পুরো ঘটনা প্রকাশ করা যাবে। নারকো টেস্ট শেষে আফতাবকে প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলার আশঙ্কার মধ্যেও নিরাপদে নারকো টেস্ট করা হয়েছে।
নারকো টেস্টের জন্য অনেক ধরনের ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়, যাতে অভিযুক্তদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। সেই কারণে হাসপাতালের ভিতরে তাকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর নিরাপত্তার মধ্যে তাকে ফেরত নিয়ে যাওয়া হয় তিহার জেলে।