আইটিসি বন্ধ করতে পারে উইলস্ লাইফস্টাইল

কিছুদিন আগে আইটিসি রিটেল ব্র্যান্ড ‘জন প্লেয়ার্স’ রিলায়েন্স রিটেল-কে বিক্রি করে দিয়েছে ৷

এবার আইটিসি বন্ধ করে দিতে পারে প্রিমিয়াম রিটেল ব্র্যান্ড উইলস্ লাইফস্টাইল৷ ক্ষতিতে চলা লাইফস্টাইল রিটেলিং ভার্টিকাল-কে পুনর্গঠন করার কৌশল নিয়েছে এই সংস্থাটি আর তারই অঙ্গ হিসাবে এমন পরিকল্পনা করা হয়েছে। একটি সর্ব ভারতীয় সংবাদপত্রে এমন প্রতিবেদন প্রকাশ করেছে৷

কিছুদিন আগে সংস্থার বার্ষিক সাধারণ সভার পরে সাংবাদিকদের আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছিলেন, তাঁরা উইলস্ লাইফস্টাইল-এর পুনর্গঠন করছেন। এদিকে শুক্রবার এই ব্যাপারে আইটিসি-র এক মুখপাত্র জানিয়েছেন, এই ব্যবসার কাঠামোগত পরিবর্তন করা হচ্ছে।

যার ফলে রিটেল ফুটপ্রিন্টের পুনর্গঠন এবং যুক্তি সঙ্গত ভাবে দোকানের সংখ্যার কত হবে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

তবে উইলস্ লাইফস্টাইল যদি বন্ধও হয় সে ক্ষেত্রে কোনও কর্মী ছাঁটাই না করে সংস্থার অন্য ব্যবসার কাজে লাগান হবে। ই-কমার্স সংস্থাগুলির অনেক ছাড়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স ট্রেন্ডস, এফবিবি, ম্যাক্স-এর মতো ফ্যাশন রিটেলারদের আগ্রাসনের জেরে ক্রমশ পিছিয়ে পড়েছে আইটিসি-র লাইফস্টাইল ব্যবসা। তাছাড়া নেতিবাটক প্রভাব ফেলেছে জিএসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.