1/7বিপন্ন প্রায় ৫০ কোটি হোয়াটস্যাপ অ্যাকাউন্ট। হ্যাকাররা এই নম্বরগুলি অনলাইনে বিক্রি করছে বলে অভিযোগ। সাইবারনিউজ-এর রিপোর্ট অনুযায়ী, এক হ্যাকার একটি হ্যাকিং কমিউনিটি ফোরামে বিজ্ঞাপন দিয়েছেন। তাতে দাবি করা হয়েছে যে ৪৮.৭ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল নম্বরের একটি ডেটাবেস বিক্রি করা হবে। সেই ডেটাবেসে ভারতীয় ব্যবহারকারীরাও রয়েছে। এছাড়াও প্রায় ৮৩টি দেশের ব্যবহারকারীদের নম্বর আছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ইতালি, সৌদি আরবও রয়েছে। এই রিপোর্ট যদি সত্যি প্রমাণিত হয়, তবে তা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সাইবার বিপর্যয় হতে চলেছে।
2/7এই ডেটা ব্যবহার করে হ্যাকাররা ফিশিং অ্যাটাক করতে পারে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আপাতত অপরিচিত নম্বর থেকে কল রিসিভ করা এবং মেসেজ খুলতে বারণ করা হচ্ছে।
3/7হুমকি দেওয়া হ্যাকারের দাবি, এই ডেটা সেটে প্রায় ৩.২ কোটি মার্কিন নাগরিকের নম্বর আছে। মিশরের ৪.৫ কোটি, ইতালির ৩.৫ কোটি, সৌদি আরবের ২.৯ কোটি ব্যবহারকারীর নম্বর রয়েছে বলে দাবি করা হয়েছে।
4/7প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। WhatsApp-এর উপরের ডানদিকের কোনে এটি পাবেন।
5/7সাইবারনিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই হ্যাকার মার্কিন ডেটাসেটের বিনিময়ে প্রায় ৭ হাজার মার্কিন ডলার (প্রায় ৫,৭১,৬৯০ টাকা) দাবি করেছেন।
6/7প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার এই দাবির এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি। তবে, উক্ত হ্যাকারের দাবি, সমস্ত নম্বরই মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মের সক্রিয় ব্যবহারকারীদের। কীভাবে, কী কৌশলে হ্যাকিং চালিয়ে বা অন্য পন্থায় এই বিপুল ডেটাবেস সংগ্রহ করা হয়েছে, তা জানায়নি ওই হ্যাকার।
7/7তবে এই প্রথমবার নয়। এর আগেও মেটা এবং তার প্ল্যাটফর্মের ডেটা ব্রিচের খবর প্রকাশিত হয়েছে। গত বছর, এক হ্যাকার ৫০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ডেটা বিনামূল্যেই অনলাইনে ফাঁস করেছিল। ফাঁস হওয়া ডেটাতে ফোন নম্বর এবং অন্যান্য তথ্যও ছিল।