ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (বিশ্রী)-র মুকুটে নতুন পালক। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫৪ রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। পিএসএলভি-সি৫৪ রকেটের পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ইওএস-০৬ (ওশানস্যাট-৩ নামেও পরিচিত) এবং ৮টি ন্যানো স্যাটেলাইট।
কাউন্টডাউন শুরু গিয়েছিল শুক্রবার থেকেই, সেই অপেক্ষার অবসান হয়েছে শনিবার। এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫৪ রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। পিএসএলভি-সি৫৪ রকেটের পিঠে চেপেই মহাকাশে পাড়ি দিয়েছে ইওএস-০৬ (ওশানস্যাট-৩ নামেও পরিচিত) এবং ৮টি ন্যানো স্যাটেলাইট। ইসরো জানিয়েছে, মহাকাশযানের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। মিশন অব্যাহত আছে।