ভারতীয় সেনাকে নিয়ে ‘বেফাঁস’ টুইট অভিনেত্রী রিচা চাড্ডার। উক্ত টুইটের জেরে তাঁকে জনরোষের মুখোমুখি হতে হয়। এই বিষয়ে একইসঙ্গে সরব হন বিজেপি নেতারাও। অবশেষে, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন।
বুধবারে নর্দান আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বলেন, “ভারত সরকারের দেওয়া যেকোনও আদেশ পালন করবে ভারতীয় সেনাবাহিনী। যখনই এই ধরনের নির্দেশ দেওয়া হবে (পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর), তা পালন করা হবে। এর জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব”। তাঁর আরও সংযোজন, “সেনা সব সময়ই চায় যাতে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন না হয়। কারণ দুই দেশের শান্তির জন্য তা জরুরি। তবে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আমরাও চুপ থাকব না। এর যোগ্য জবাব দেব আমরা”।
এরপরেই বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা অবজ্ঞাসূচক সুরে নিজ টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে বলেন, ” গালওয়ানের কথা মনে আছে? ”। নেটিজেনরা তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রদর্শন করলে অবশেষে তিনি ক্ষমা চেয়ে বলেন, “আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তিনটি শব্দের ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেটা যদি কাউকে আঘাত করে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। তবে আমি সেনা ভাইদের অনুভূতি খুব ভালো জানি। আমারক নিজের দাদু একজন খ্যাতনামা সেনিক ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি। ১৯৬০ সালে ইন্দো-চিন যুদ্ধের সময় তাঁর পায়ে গুলি লাগে। আমার মামা একজন প্যারাট্রুপার ছিলেন। এটা আমার রক্তে আছে। যখন সেনা জওয়ান আহত বা শহিদ হন, তখন পুরো পরিবারের উপর কী আঘাত নেমে আসে, সেটা আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারি”।
ইন্ডিয়ান আর্মির নর্দার্ন কম্যান্ড এর কম্যান্ডার ইন চিফ বলেছিলেন ভারত চাইলেই পি ও কে ফেরত নিতে পারে।
রিচা চাড্ডার ভারতের ভোটার ও আধার কার্ড আছে। কিন্তু সে দেশে বিশ্বাস করে না। তাই বীরগতিপ্রাপ্ত ভারতীয় সেনাদের বলিদানের মাটি গালওয়ানের কথা মনে করিয়ে ব্যঙ্গ করেছে সেনাবাহিনীর টুইট শেয়ার করে।
এখন রিচা চাড্ডা নিশ্চয়ই জানে না কতজন পি এল এ আর্মি মারা গেছিল। কিম্বা জানে। রিচা চাড্ডা এটাও জানে যৌবন তার বেশিদিন থাকবে না। খবরে থাকতে হলে এইসব বিতর্ক তৈরি করতে হবে। সমস্যাটা আমাদের। এইরকম বিতর্কিত কমেন্টকারীর আওকাত যাই হোক আমরা তাদের খিস্তি করে বিখ্যাত করে ফেলি।
এইসব কমেন্ট যারা করে তাদের সর্বস্তরে বয়কট করাই উচিত। কোথাও পাত্তা না পেলে এইসব রোগ সেরে যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি রিচা চাড্ডা বলিউডের B গ্রেডের নায়িকা এবং মুসলিম অভিনেতা আলি ফজলের লিভ ইন পার্টনার অথবা স্ত্রী।