দেশের আর্থিক বৃদ্ধির হার সংস্কারের জন্য উদ্যোগী হল মোদী সরকার। আর্থিক সংস্কারের জন্য আজ বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। ন্যাশনাল মিডিয়া সেন্টারের ওই সাংবাদিক সম্মেলনে অটো মোবাইল, ব্যাংকিং, এনবিএফসি, আবাসনসহ একাধিক বিষয় নিয়ে বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামান। এই মুহূর্তে মোদী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আর্থিক মন্দা কাটিয়ে ওঠা। তার জন্য ঘরোয়ামহলে অর্থনীতিবিদদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রক।
অর্থনীতিবিদদের দাবি, সারা বিশ্ব জুড়ে যে মন্দার ছবি তার প্রভাব ভারতেও পড়েছে। তবে ভারতের তা সামলে ওঠার ক্ষমতা রয়েছে।
গাড়ি শিল্পের পরিস্থিতি ক্রমশ করুন হচ্ছে।
গাড়ি সংস্থাগুলি এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে গাড়ির ওপর জিএসটি কমানোর আর্জি জানিয়ে আসছেন। এদিন গাড়ি শিল্পের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী জিএসটি কমানোর মতো বড় সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান।