হিজাব বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলোয় লাগু হচ্ছে ন্যা ড্রেস কোড। উত্তরাখণ্ডের ১০৩ টি মাদ্রাসার মধ্য থেকে প্রথমে মডেল মাদ্রাসাগুলিতে লাগু করা হবে এই ড্রেস কোড।
ওয়াকফ বোর্ডের সদস্য শাদাব শামস জানিয়েছেন, ড্রেস কোড কেমন হবে তার চূড়ান্ত রূপদান বাকি রয়েছে। তবে তা খুব শিগগিরিই সম্পন্ন হবে। স্তর ভিত্তিতে ধাপে ধাপে এই ড্রেস কোড লাগু করা হবে। জানা গিয়েছে, প্রথম ধাপে ৭ টি মাদ্রাসায় এই ড্রেস কোড লাগু হবে। তারমধ্যে দুটি দেরাদুনে, দুটি উধম সিং নগরে, দুটি হরিদ্বারে, ও একটি নৈনিতালের মাদ্রাসা।
শাদাব শামস বলছেন, তাঁরা চান তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ডঃ আবদুল কালামের পথে অগ্রসর যাতে হয় শিক্ষার্থীরা। পড়ুয়ারা যাতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার হওয়ার পথকে বেছে নেয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা, দেশের সমস্ত পড়ুয়ারা যাতে সঠিক শিক্ষা পায়। তিনি নরেন্দ্র মোদীর প্রসঙ্গ তুলে বলেন, যে ‘প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, আমি দেশের মাদ্রাসায় পড়ুয়া সকল শিশুর একহাতে পবিত্র কোরান ও অন্য হাতে ল্যাপটপ দেখতে চাই।’