‘মেরে টুকরো টুকরো করার হুমকি দিচ্ছে’। দুবছর আগে অর্থাৎ ২০২০ সালেই আফতাবের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন শ্রদ্ধা ওয়ালকার। খুনের তদন্তে নেমে সেই অভিযোগপত্র পেয়েছে দিল্লি পুলিশ। জানা গেছে, ভাসাই থানায় এই অভিযোগ করেছিলেন শ্রদ্ধা। তারপর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দিল্লি পুলিশের একটি সূত্রে বলছে, বছর দুয়েক আগে করা অভিযোগপত্রে শ্রদ্ধা তাঁর খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে, আফতাব তাঁকে ছ’ মাস ধরে মারধর করছেন। ব্ল্যাকমেল করছেন। শুধু তাই-ই নয়, তাঁকে কেটে টুকরো করে ফেলারও হুমকি দিয়েছেন।
দিল্লি পুলিশের ওই সূত্রের দাবি, আফতাবের উগ্র আচরণ সম্পর্কেও শ্রদ্ধার পরিবার অবহিত ছিল। শুধু তাঁর পরিবারই নয়, মারধরে আহত হওয়ার একটি ছবি বন্ধুদের কাছে পাঠিয়ে তাঁর সঙ্গে কী কী ঘটনা ঘটেছে তা উল্লেখ করেছিলেন শ্রদ্ধা। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে কথোপকথনেও পুলিশের কাছে যাওয়ার বিষয়টি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০১৯ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় আফতাব-শ্রদ্ধার। ২০২০ সালে শ্রদ্ধার অভিযোগপত্রে মারধর, হুমকি, খুনের আশঙ্কার উল্লেখ থাকলেও, তখনও তাঁদের দু’ জনের মধ্যে সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই আফতাব খুনের কথা স্বীকার করেছেন। যদিও শ্রদ্ধার দেহাংশ এবং কাটা মুন্ডু এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।