মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে ঘটল চাঞ্চল্যকর কাণ্ড। দাবি করা হয়েছে, এক অটোচালকের যৌন লালসা থেকে বাঁচতে চলন্ত অটো থেকে মরণঝাঁপ দিতে বাধ্য হল নাবালিকা। এই পুরো ঘটনাটিই সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে এবং অভিযুক্ত অটো চালক ইতিমধ্যে গ্রেফতার বলে জানা গেছে। নাবালিকাকে অশ্লীল ইঙ্গিত দেওয়ার ও যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে।
সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় যে, নাবালিকা অটো থেকে ঝাঁপ দিতেই রাস্তার মাঝে পড়ে যায়। নাবালিকাকে পড়ে থাকতে দেখেই রাস্তার অন্যান্য গাড়ি চালকেরা গাড়ি থামিয়ে দেন ও তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান। এদিকে, চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ার জেরে মাথায় আঘাত পায় নাবালিকা। উপস্থিত পথচালকরা তাকে উদ্ধার করব চিকিৎসার জন্য এমজিএম হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালেই বর্তমানে নাবালিকার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
অপরদিকে, জানা গেছে অভিযুক্ত অটো চালকের পরিচয়। অটো চালকের নাম আকবর হামিদ। নাবালিকা ঝাঁপ দেওয়ার পরেই অটো চালক পালানোর চেষ্টা করে। কিন্তু, সিসিটিভি ফুটেজের দৌলতে ধরা পড়ে যায়। এই প্রসঙ্গে মামলার তদন্তকারী আধিকারিক গণপত দারাদের বক্তব্য, “উপাসনা এলাকা থেকে অটোতে উঠেছিল ওই নাবালিকা। চালকের অশ্লীল আচরণের জেরে সিল্লি খানা কমপ্লেক্স এলাকায় অটো থেকে ঝাঁপ দেয় সে। এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তার বেশ কিছু জায়গায় চোট রয়েছে”।