নীল রায়।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ালো বিজেপি। শুক্রবার কোর্টের রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়া মানে তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়ল। এটা রাজীব কুমারের থেকেও তৃণমূলের রাজনৈতিক বিপদ বেশি।”Ads code goes here
মেদিনীপুরের সাংসদ বলেন, “রাজীবকে বাঁচাতে সেবার তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ধরনায় বসে পড়েছিলেন। এবার কী করবেন মমতা?” প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। সেই সময় কলকাতা পুলিশ চরম হেনস্থা করেছিল তাঁদের। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কথাই স্মরণ করিয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দেন বিজেপি সভাপতি।
চ্যানেল হিন্দুস্তান