৩০ নভেম্বর ধর্মনগরী কুরুক্ষেত্রে শুরু হচ্ছে ‘জাতীয় হিন্দু রাষ্ট্র’ অধিবেশন। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর ছবি দিয়ে দেশের সর্বত্র চলছে প্রচার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সংগঠনগুলির প্রতিনিধিরা তো সেখানে হাজির থাকবেনই।
অনুষ্ঠানে বিজেপির প্রথম সারির বেশ কিছু নেতার উপস্থিতির সম্ভাবনাও প্রবল। সম্মেলনের মূল বক্তা পুরীর শঙ্করাচার্য। যিনি ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবিতে প্রকাশ্যেই বহুবার সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই কুরুক্ষেত্রে আসার জন্য রাজ্য সরকারের বাসের ভাড়া ৫০ শতাংশ কম করে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ১৯ নভেম্বর থেকে হরিয়ানার কুরুক্ষেত্রে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর গীতা মহোৎসবে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
রামমন্দির নির্মাণ শুরু হয়েছে। রদ হয়েছে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা। তুলে দেওয়া হয়েছে তিন তালাক প্রথা। এবার অভিন্ন দেওয়ানি বিধি, জন্ম নিয়ন্ত্রণ আইন প্রণয়ন নিয়ে সোচ্চার দেশবাসীর বৃহৎ অংশ। এর মধ্যেই শুরু হচ্ছে ‘জাতীয় হিন্দু রাষ্ট্র’ অধিবেশন।