বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত। প্রতিবেশী দেশ থেকে প্রায় প্রতিদিনই হিন্দু মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর, হিন্দুদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনার খবর প্রকাশ্যে আসে। সে সব কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার দুই দেশের মধ্যে ‘নো মানি ফর টেরর’ শীর্ষক সম্মেলন আয়োজিত হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেই বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ।
জানা গেছে, অমিত শাহ বলেছেন, ‛বাংলাদেশের হিন্দুদের উপরে এবং হিন্দু মন্দিরের উপরে হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত সরকার। মৌলবাদীদের বাড়বাড়ন্ত রুখতে যথাযোগ্য পদক্ষেপ করতে হবে বাংলাদেশ সরকারকে। পাশাপাশি হিন্দুদের উপরে হামলায় জড়িত মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে’।
এর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং সীমান্তে নিরাপত্তা নিয়ে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়। এছাড়াও, সামরিক খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয় বলে খবর।