সূর্য সরকার।
বেহালা পূর্বের বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষ আক্রান্ত তৃণমূলের হাতে, এমনটাই অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর বাড়িতে তিনজন দুষ্কৃতী আসে মুখে কাপড় পরা অবস্থায়। তাঁরাই বাড়িতে আগুন লাগাবারও চেষ্টা চালায় বলে অভিযোগ। প্রসেনজিৎ রাত সাড়ে তিনটে নাগাদ শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখে তাঁর গেটের সামনে আগুন জ্বলছে ।সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যদিও, বিজেপি নেতার ওপর আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রসেনজিত জানিয়েছেন, বাড়িতে সে এবং তাঁর বৃদ্ধা মা থাকে। বেশ কয়েকদিন ধরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাঁকে হুমকি দিচ্ছিল। গতকাল রাতে তিনজন তৃণমূলের দুষ্কৃতী এসে এই ঘটনা ঘটায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি রাত্রিবেলায় মুখে কাপড় বাঁধা অবস্থায় তার বাড়ির মেইন গেটের সামনে আগুন লাগাচ্ছে। প্রসেনজিতের আরও অভিযোগ, তাঁর মোবাইল সারানোর একটি দোকান ছিল সেনহাটি বাজারের কাছে। সেই দোকানটি গাড়ি করে টেনে নিয়ে গিয়ে সোয়দপুর বাজারের কাছে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই বেহালা থানায় অভিযোগ জানিয়েছে প্রসেনজিতের বাড়ির লোকজন ও বিজেপি পার্টির সদস্যরা। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেহালা থানা ঘেরাও করবে বিজেপির সদস্যরা।