ইঞ্জিনিয়ারিং কলেজে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিল ৩ পড়ুয়া। ঘটনার পরেই ৩ পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। পুলিশের কাছে অভিযুক্তরা দাবি করেন, মজাচ্ছলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলেছিলেন তারা।
জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়াদের নাম – আরিয়ান, দিনাকর এবং রিয়া। তাদের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। পড়ুয়ারা নিজেদের পছন্দের আইপিএল দলের জয়জকার করে স্লোগান তুলছিল। আচমকাই আরিয়ান, দিনাকর এবং রিয়া ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে ওঠে। সেই সময় গোটা ঘটনার ভিডিও করছিলেন অন্য এক পড়ুয়া। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও ভাইরাল হতেই আরিয়ান, দিনাকর এবং রিয়াতে সাসপেন্ড করে নিউ হরিজন কলেজ কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিভাবকদের হাতে নোটিশ ধরানো হয়। এদিকে অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করে। পরে অবশ্য জামিনে মুক্তি পায় তিনজনই। তিন পড়ুয়া দাবি করেছে, মজা করেই এই স্লোগান তুলেছিলেন তারা। এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না তাদের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ মেনে নিয়েছে, এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি যোগ খুঁজে পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে। তবে ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের উচ্চ পদস্থ এক কর্তা।