চলতি সপ্তাহে সোমবারে ব্যান্ডেলের নলডাঙা তৃণমূল পার্টি অফিসের নিকটে অবস্থিত প্রাথমিক স্কুলের উঠোনে তিনটি তাজা বোমা দেখতে পাওয়া যায়। নজরে পড়তেই ব্যান্ডেল ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাজা বোমাগুলো উদ্ধার করে।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিতন সাহা জানিয়েছেন, “সকালে উঠে দেখি স্কুলের মাঠে বোমা পড়ে রয়েছে। স্কুলের মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে। সেখানে বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারত”।
এই প্রসঙ্গে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বোমা উদ্ধারের ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, “২০১১-র পর থেকে আমাদের সরকার ক্ষমতায় আসার পর সমস্ত ধরনের সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি প্রশাসনের মাধ্যমে। ২০১৯ এ লকেট আসার পর এই গুন্ডারাজ আবার লকেট চট্টোপাধ্যায় চালু করেছে। তাদের সংগঠন বলে কিছু নেই। দু চারগাছা লোক নিয়ে লাফালাফি করে। পঞ্চায়েতে একটি আসন ও পাবে না এই বোম দেখে চমকাচ্ছে যদি কিছু মানুষকে ভয় দেখানো যায়”।