সাম্প্রতিক জি ২০ সম্মেলন আয়োজিত হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনক। দুই প্রধানমন্ত্রীর মধ্যেই অল্প বাক্য বিনিময় হয় বলে খবর।
দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-এর পরেই একটি টুইট করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল থেকে। টুইট লেখা থাকে, “বালিতে জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের মধ্যে কথা হয়েছে”। উল্লেখ্য, এই সাক্ষাৎ-এর পরে ব্রিটেনে পৌঁছেই ভারতীয়দের কাজের ছাড়পত্র দিলেন ঋষি সুনক।
উল্লেখ্য, এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ শুধুমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হয়নি। জানা গেছে, উক্ত সম্মেলনে তাঁর সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও হয়। এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোট ৮টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।