ইরানী তরুণী মাহাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া হিজাব বিরোধী আন্দোলন এখনও অব্যাহত। এই আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শনকারীরা তেহরানের মেট্রো স্টেশনে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। সাম্প্রতিক প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, বিক্ষোভ প্রদর্শনকারীদের লক্ষ্য করে গুলি চালায় ও লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় স্টেশন চত্বরে। যার ফলে পদপিষ্ট হন বহু।
ঘটনার সূত্রপাত চলতি বছরে সেপ্টেম্বর মাসে ১৩ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। ওইদিন সঠিকভাবে হিজাব না পরার দোষে গ্রেফতার যে ইরানের নীতি পুলিশ। এই ঘটনার তিন দিনের মাথায় বছর বাইশের ওই তরুণী মারা গেলে উত্তাল হয়ে যায় পুরো ইরান।
মাহাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে শুরু হয় হিজাব বিরোধী বিক্ষোভ প্রদর্শন। এই আন্দোলনে মহিলা-পুরুষ নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করে। যত দিন যায় এই আন্দোলন ততই তীব্র রূপ ধারণ করে। এইবার, এই আন্দোলনকে দমাতে কঠোর পদক্ষেপ নিতে শুরু ইরানী নিরাপত্তা বাহিনী। প্রথমে এই পদক্ষেপ গ্রেফতার দ্বারা শুরু হলেও, সম্প্রতি তা গুলিবর্ষণের রূপ নেয়।