গুজরাট বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকারের করা উন্নয়ন কাজের তালিকা জনগণের সামনে রেখে বলেন, জনগণের কাছে হিসাব দেওয়ার সময় এসেছে, তাই তিনি তাদের মধ্যে এসেছেন। জনসাধারণের কাছ থেকে আশীর্বাদ চেয়ে মোদী বলেন, তিনি চান যে ভূপেন্দ্র নরেন্দ্রের রেকর্ড থাকুক যাতে গুজরাট উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। রবিবার গির সোমনাথ জেলার ভেরাভাল এবং ধোরাজিতে জনসভায় ভাষণ দেন মোদী।
সোমনাথ জেলার ভেরাভালে জনসভার আগে প্রধানমন্ত্রী মোদী রবিবার সকালে ভগবান সোমনাথের দর্শন করে আশীর্বাদ নেন। ভেরাভালের জনসভায় তিনি বলেন, এটা গণতন্ত্রের উৎসব। তাই সবাইকে ভোট দিতে হবে। মোদী আরও বলেন, তিনি অবশ্যই বিধানসভায় জিতবেন, তবে তাকে সমস্ত ভোটকেন্দ্রও জিততে হবে। তিনি বলেন, তিনি চান যে ভূপেন্দ্র-নরেন্দ্রের সমস্ত রেকর্ড ভেঙে ফেলুক। এ জন্য কাজ করছেন নরেন্দ্র। তিনি আরও বলেন, আগে মানুষ গুজরাটের উন্নয়ন নিয়ে সন্দিহান ছিল, কিন্তু আজ গুজরাট উন্নয়নের সমস্ত উচ্চতা স্পর্শ করতে সক্ষম হয়েছে। গুজরাটের উন্নয়নে তিনি কঠোর পরিশ্রম করবেন। মোদী বলেন,সমস্ত সমীক্ষা এবং মিডিয়াতে বিজেপির জয় নিশ্চিত বলা হচ্ছে, তার পরেও তারা নির্বাচনে কঠোর পরিশ্রম করছে। এ কারণেই তিনি তার দায়িত্ব পালন করছেন, জনগণের আশীর্বাদ নিয়েছেন এবং তার কাজের হিসাব-নিকাশ করে প্রকাশ্যে এসেছেন।
তিনি বলেন, আজকের প্রজন্ম জানবে না যে বিগত সরকারের আমলে রাজ্যে অনেক সমস্যা ছিল। মহিলাদের জলের জন্য বহুদূর যেতে হয়েছিল, কিন্তু এখন কলের জল প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল পৌঁছেছে। উজ্জ্বলা যোজনা মহিলাদের জীবনকে উন্নত করেছে। গুজরাটের বন্দরগুলি ভারতের সমৃদ্ধির প্রবেশদ্বার হয়ে উঠেছে। সাগরখেড়ু প্রকল্প সমুদ্র উপকূলের মানুষের জীবন বদলে দিয়েছে। জেলেরা এখন দ্বিগুণ মাছ উৎপাদন করতে পেরেছেন। তাদের মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। পরিকল্পনার কারণে জেলেরা মহাজনদের কবল থেকে বেরিয়ে এসেছে। পর্যটন ক্ষেত্র সম্পর্কে কথা বলতে গিয়ে মোদী বলেছিলেন যে সোমনাথ মন্দিরের চারপাশে সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে পর্যটনের ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি থেকে পর্যটনও চাঙ্গা হয়েছে।