কাঁধে ব্যাগ। ভোররাতের অন্ধকারে গলি দিয়ে হেঁটে চলেছেন এক যুবক। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। আনন্দবাজার অনলাইন যদিও ওই ফুটেজের সত্যতা যাচাই করেনি। দিল্লি পুলিশের ধারণা, ফুটেজের যুবক আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধা ওয়ালকর খুনে মূল অভিযুক্ত।
সিসিটিভি ফুটেজটি গত ১৮ অক্টোবরের। তাতে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে চলেছেন। তাঁর মুখ স্পষ্ট নয়। ফুটেজটি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তাদের দাবি, ওই যুবক আফতাব। তাঁরা এ-ও মনে করছেন, যুবকের কাঁধে থাকা ব্যাগে রয়েছে শ্রদ্ধার দেহাংশ। সেই ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলেন আফতাব, তদন্ত করে দেখছে পুলিশ।
শনিবার সকালে আফতাবের দিল্লির ফ্ল্যাট থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, ওই অস্ত্র দিয়ে শ্রদ্ধার দেহ টুকরো করেছিলেন আফতাব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় অনেক কথা ফাঁস করেছেন আফতাব। ছতরপুরের ফ্ল্যাটে গিয়ে নিজেই পুলিশকর্মীদের প্রমাণ সংগ্রহে সাহায্য করেছেন। শুক্রবার আফতাবের গুরুগ্রামের দফতর থেকে একটি কালো পলিথিনের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। এখনও শ্রদ্ধার কাটা মাথা মেলেনি। তার জন্য খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। সব থানায় নির্দেশ পাঠানো হয়েছে। গত মে থেকে জুলাই পর্যন্ত কোনও এলাকায় কোনও দেহাংশ উদ্ধার হলে তা জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট থানাকে। আদালতের নির্দেশে আগামী পাঁচ দিনের মধ্যে ‘নার্কো অ্যানালিসিস’ পরীক্ষা করা হবে আফতাবের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর বচসার সময় শ্রদ্ধাকে গলা টিপে খুন করেছিলেন আফতাব। এর পর শৌচালয়ে বসে ৩৫ টুকরো করেছিলেন শ্রদ্ধার দেহ। ১৮ দিন ধরে দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরে লিভ-ইন সঙ্গীর দেহাংশ ছড়িয়ে দেন আফতাব।