দোরগোড়ায় শীত। বইছে উত্তুরে হাওয়া। রোজ সকালেই মালুম হচ্ছে ঠান্ডার শিরশিরানি ভাব। বেলা গড়ালে সেই হিমেল ভাব উধাও হলেও সন্ধ্যা নামলে আবার তা টের পাওয়া যাচ্ছে। ওঠানামা করছে তাপমাত্রার পারদও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন এমনই শীত শীত ভাব থাকবে।
শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এরকমই ঠান্ডা ঠান্ডা ভাব বজায় থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সে কারণে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ঘূর্ণাবর্তের জেরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই ঘূর্ণাবর্ত সরলে তাপমাত্রা আরও কমতে পারে। অন্য দিকে, উত্তুরে হাওয়ার দাপট থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কম।
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ঠান্ডা মালুম হচ্ছে। সকাল ও রাতের দিকে শীতল ভাব অনুভূত হচ্ছে বিভিন্ন জেলাতেও।