বিগত কয়েকদিন ধরে ১৭ ডিগ্রির ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। কিন্তু, শুক্রবার সামান্য হলেও পারদ চড়ল তিলোত্তমায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য চড়লেও কলকাতায় এদিন ভোরের দিকে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে।
শহরতলি ও গ্রাম বাংলায় আবার শীত একটু বেশই ছিল। পশ্চিমবঙ্গে শীতের আগমন ঘটছে ধীরে ধীরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঠান্ডা একটু কমেছে ঠিকই, তবে উত্তুরে হাওয়ার প্রভাবে শীত শীত ভাব বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ওঠানামা করবে। জম্পেশ শীতের জন্য হয়তো আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।