মিজোরামের হানথিয়াল জেলার অন্তর্গত মৌদার গ্রামে গত ১৪ তারিখ অপরাহ্নে একটি পাথর খাদানে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মাণ সংস্থা অনুপম ব্রিকস অ্যান্ড কংক্রিট ইন্ডাস্ট্রি (এবিসিআই) ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং রাজ্য পুলিশ। এদিকে পাথরের ধ্বংসস্তূপ থেকে আরও এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন এনডিআরএফ, এসডিআরএফ এবং আসাম রাইফেলস-এর জওয়ানরা। এ নিয়ে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা বেড়ে হয়েছে ১১। এখনও এক শ্রমিক পাথরের নীচে আবদ্ধ রয়েছেন। তিনি এসকেভেটর সহ পাথরচাপা পড়েছেন। তাঁরে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন হানথিয়ালের পুলিশ সুপার বিনীত কুমার।
হানথিয়ালের পুলিশ সুপার বিনীত কুমার এই তথ্য দিয়ে জানান, নির্মাণ সংস্থা অনুপম ব্রিকস অ্যান্ড কংক্রিট ইন্ডাস্ট্রি (এবিসিআই) ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ এবং ৩৩৬ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, এই ধারার অধীনে অবহেলার কারণে মৃত্যুজনিত ঘটনা সংগঠিত করার দু বছরের কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও হবে।
এদিকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও এবিসিআই সংস্থার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পৃথক এক মামলা করেছে। ইতিমধ্যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবিসিআই সহ মিজোরামের সাতটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন জারি করেছে। তাদের আগামী ২৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজিরা হতে বলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।