বৃহস্পতিবার সিনিয়র সিভিল জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) মহেন্দ্র কুমার পান্ডের আদালতে জ্ঞানভাপি কমপ্লেক্স হিন্দুদের কাছে হস্তান্তর সহ তিনটি দাবির বিষয়ে ভগবান আদি বিশ্বেশ্বর বিরাজমানের আবেদনের উপর শুনানি হয়। দায়ের করা মামলাটি শুনানিযোগ্য বলে বিবেচনা করেছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ ডিসেম্বর।
আদালতের এই সিদ্ধান্ত বিবাদী মুসলিম পক্ষকে বড় ধাক্কা দিয়েছে। গত ১৫ অক্টোবর এ আবেদনের ওপর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর থেকে ফাইলটি বিচারাধীন ছিল। এই ক্ষেত্রে, আবেদনকারী কিরণ সিং-র পক্ষে আইনজীবী একটি পিটিশনের মাধ্যমে মুসলমানদের জ্ঞানভাপি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাস হিন্দুদের কাছে হস্তান্তর এবং শিবলিঙ্গের পূজা, রাগ-ভোগের অনুমতি চেয়েছিলেন। বিশ্ব বৈদিক সনাতন সংঘের আইনজীবীর মতে, আদালত মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে দিয়েছে। জ্ঞানবাপীর গম্বুজ ছাড়া বাকি সবই মন্দিরের, যখন বিচার হবে, তখনই জানা যাবে এটা মসজিদ নাকি মন্দির।