আমাদের ভারত, হুগলী, ১০ সেপ্টেম্বর: মহরমের মিছিল থেকে তলোয়ার ছিটকে আহত হলেন চন্দননগর থানার পুলিশ কর্মী রাজীব পাল। আজ বিকালের দিকে চন্দননগরের সর্ষে পাড়ার কাছে মহরমের মিছিলের জন্য ডিউটি করছিলেন তিনি। সেই সময় একটি সশস্ত্র মিছিল সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই খেলা দেখানোর সময় একটি তলোয়ার ছিটকে লাগে রাজীব বাবুর মাথায়। মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মী সহ সাধারণ মানুষ তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর আঘাত গুরুতর থাকায় সেখান থেকে তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
2019-09-11