কেন্দ্রীয় সরকারি প্রকল্প জল জীবন মিশনকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন। তিনি অভিযোগ তুলে দাবি করেন যে, এই মিশনে ৫০০ কোটি টাকার কাটমানি নেওয়া হয়েছে। তাঁর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ঊর্ধ্বমুখী রাজনৈতিক তরজা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্ন সব ঘরে পরিশ্রুত জল যাবে। জল জীবন মিশন নামে কেন্দ্রের যোজনা আছে। কিন্তু রাজ্য এটা কোথাও উল্লেখ করে না। এই নিয়ে আমি আগের রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। এদিকে জল জীবন মিশনে ১০০ শতাংশ ফান্ড দেয় কেন্দ্রীয় সরকার। এতে রাজ্য সরকারের কোনও ফান্ড থাকে না”।
শুভেন্দুর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই পাল্টা মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন “এগুলি সব বাজার গরম করা কথা। কোনও অর্থ নেই। কারণ রাজ্য সরকার টেন্ডার ছাড়া এগুলি করে না। এরকম জনস্বার্থ মামলা কোর্টে রোজ হয়, খারিজ হয়। জনস্বার্থ মামলা বিরাট কিছু নয়। প্রধানমন্ত্রী এবং ওদের সরকারের বিরুদ্ধে যদি নাটক করতে হয় তাহলে আমিও প্রত্যেকদিন একটি করে জনস্বার্থ মামলা করতে পারি”।