শুভেন্দুর গড়ে হুমকি দিলেন তৃণমূল নেতা অখিল গিরি। তিনি জনসমক্ষেই রাজ্যের বিরোধী দলনেতার হাত ও পাঁজর ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি। রাজ্যের কারামন্ত্রীর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে রাজ্যের রাজনৈতিক মহলে।
ঘটনাটি চলতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। ওইদিন পৃথকভাবে শহীদ দিবসের আয়োজন করা হয়েছিল নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীতে। রাজ্যের শাসকদল ও বিরোধীদল পৃথকভাবে দুই সভার আয়োজন করা হয়েছিল। এইসবের মাঝেই তৃণমূলের মঞ্চে আগুন লেগে গেলেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম চত্বর।
তারপরে, শুক্রবার সারাদিন রাজনৈতিক উত্তাপ বজায় থাকে নন্দীগ্রামে। এমনকি, নন্দীগ্রাম কর্মী সমর্থকদের তরফে রাস্তা অবরোধও করা হয়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী অখিল গিরি, মন্ত্রী শশী পাঁজা এবং প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পৌঁছালে অখিল গিরি হুমকি সমন্বিত মন্তব্যটি করেন।