বিজেপির বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারারও অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকী, বৃদ্ধ বাবাকে মেরে মাথা ফাটানোর অভিযোগও উঠেছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
বাঁশবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি জগন্নাথ দাস। তাঁর বাড়ির সামনে লাগানো পুরসভার একটি কল নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী তৃণমূল কর্মী রাখাল দাসের সঙ্গে বিবাদ চলছে। অভিযোগ, শনিবার বিকেলে হঠাৎই জগন্নাথবাবুর স্ত্রীর গায়ে সেই কল থেকেই জল ছিটিয়ে দেন রাখাল দাস। সেখান থেকেই কালকের ঝগড়ার সূত্রপাত।
স্ত্রীর গায়ে জল ছেটানোয় স্বভাবতই রেগে যান জগন্নাথবাবু। সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানান তিনি। অভিযোগ, এরপরই হঠাৎ রাখাল দাস দলবল নিয়ে চড়াও হয় বিজেপি বুথ সভাপতির বাড়িতে। ঘটনার প্রেক্ষিতে জগন্নাথ দাস জানান, ‘ওরা বাড়িতে ঢুকে সবাই মিলে আমাকে মারধর শুরু করে। আমার বাবা ও মেয়ের উপরেও হামলা করে। বাবাকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দেয়। ওঁর মাথা ফেটে গিয়েছে। আমার সাড়ে পাঁচ মাসের গর্ভবতী মেয়েও বাড়িতে ছিল। তাঁর পেটেও লাথি মেরেছে। বিজেপি করি বলেই এখন আমার সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া-মারামারি করতে চায়।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.