আন্দোলনরত চাকরিপ্রার্থীকে কামড়ে দিয়েছে কলকাতা পুলিশ। এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। তবে প্রকাশ্য মঞ্চ থেকে বিক্ষোভকারীকে কামড়ানো সমর্থন করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তাঁর কথায়, ‘পুলিশকে যদি কামড়ে দেয়, তাহলে পুলিশ কামড়ে দেবে না তো কি, রসগোল্লা ছুড়বে? আপনারা ভেবে দেখবেন’।
পূর্ব মেদিনীপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছলেন বিধায়ক অজিত মাইতি। সভায় উপস্থিত ছিলেন আর এক বিধায়ক জুন মালিয়াও। তিনি বলেন, ‘জোর করে চাকরি নেওয়ার জন্য যদি দিনের পর দিন পথ আটকে বসে থাকে, দিনের পর দিন পুলিশের ওপর হুজ্জুতি করে, যদি সরকারকে অপদস্থ করার চেষ্টা করে, যদি পুলিশকে যদি কামড়ে দেয়, তাহলে পুলিশ কামড়ে দেবে না তো কি, রসগোল্লা ছুড়বে? ’
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ‘সরকারকে তোমরা বিব্রত করে যাচ্ছ কোন অধিকারে? পুলিশকে বিব্রত করছ কোন অধিকারে? ’ তাঁর দাবি, বিক্ষোভকারী পুলিশকে কামড়ে দিলে ‘রে রে করে পাড়া মাথায় তোলা’ হচ্ছে, আর পুলিশকে কামড়ালে, সেটা অপরাধ নয়, এটা হতে পারে না।
প্রসঙ্গত, গত বুধবার কলকাতায় টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলন চলাকালীন অরুণিমা পাল নামে এক মহিলার হাতে কামড় দেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, অরুণিমাই প্রথমে কামড় দিয়েছিলেন, তারপরই পাল্টা আক্রমণ করে পুলিশ। উর্দি পরে একজন কর্তব্যরত কনস্টেবলের কীভাবে কামড়ে দেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।