কলকাতার রাস্তায় টাকার বৃষ্টি। নোট ওড়াতে ওড়াতে যাচ্ছেন এক ব্যক্তি। পিছনে সেই টাকা কুড়োচ্ছেন রাস্তার মানুষ। পুলিশ তাড়া করলে সেই ব্যক্তি পালিয়ে যান। ঘটনায় মোট ৪৮ হাজার ৫৭৫ টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবকের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া পুলিশকর্মী শিয়ালদা ট্রাফিক গার্ডের সার্জেন্ট। নাম কৌতুক ঘোষ।
সূর্য সেন স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে টাকা ওড়াচ্ছিলেন সেই যুবক। দশ টাকা থেকে শুরু করে পাঁচশো, দু’ হাজারের নোট ছড়াতে থাকেন সেই যুবক। রাস্তায় টাকার বৃষ্টি হতে দেখে অনেক পথচারী সেই টাকা কুড়িয়ে নেন। অনেকেই গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন টাকা কুড়োতে। এর জেরে সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়।
সেই সময় এপিসি রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থলে জগৎ সিনেমাহলের সামনে কর্তব্যরত ছিলেন শিয়ালদা ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। সিভিক ভলান্টিয়ারের থেকে গোটা ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছে যান তিনি। এরপর সেই যুবককে তাড়া করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন ট্রাফিক সার্জেন্ট। তবে অভিযুক্ত যুবক পালিয়ে যান।
উদ্ধার হওয়া ব্যাগ থেকে পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ, একশো, পাঁচশোর নোট পাওয়া যায়। ব্যাগে চারটি ২ হাজার টাকার নোটও ছিল। পুলিশের অনুমান, কোনও ব্যবসায়ীর থেকে সেই টাকা ছিনিয়ে পালিয়েছিল সেই যুবক।