বেলজিয়ামের ব্রাসেলসে পুলিশকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক মুসলিম শরণার্থী। ব্রাসেলস রেল স্টেশনের বাইরের এই ঘটনায় হইচই পড়ে যায়। মুসলিম যুবককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারী যুবক।
ওই পুলিশকর্মী সেরবিক রুয়ে ডি শর্ট এলাকার একটি রাস্তায় টহল দিচ্ছিলেন। আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ এক যুবক ‛আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ওই পুলিশকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশকর্মীর গলায় ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপ মারে ওই যুবক। পাশে থাকা আর পুলিশকর্মী বাঁচাতে গেলে তাকেও কোপায়।
পরে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তাঁর পায়ে ও পেটে গুলি লাগে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। অন্য একজন পুলিশকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত যুবক মুসলিম এবং তাঁর বয়স ২৯ বছর। শরণার্থী হিসেবে বেশ কয়েকবছর আগে বেলজিয়ামে এসেছিল সে। এমনকি বেলজিয়ামের নাগরিকত্বও পেয়েছিল। কিন্তু বারবার শরণার্থীরা সন্ত্রাসবাদী হামলা করায় ক্ষোভ বাড়ছে দেশটিতে। অতীতে মানবিক কারণে মুসলিম শরণার্থীদের দেশের নাগরিকত্ব দেওয়ার পক্ষে সমর্থন করলেও বর্তমানে বিরোধিতায় সরব বহু মানুষ।