শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন মমতা সরকারের মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে কটাক্ষ করলেন তিনি। মন্ত্রী বলেন, ‘তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা’? অখিলবাবুর এই মন্তব্যের সময় তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্যের নিন্দা জানানো হয়নি।
বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, অখিল গিরি বলছেন, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? ’ মালব্যর পোস্ট করা ভিডিওটি মাত্র ১২ সেকেন্ডের। দেখা যায়, বিতর্কিত মন্তব্যের সময় সেখানে দাঁড়িয়ে রয়েছেন কুণাল ঘোষ।
টুইটারে অমিত মালব্য লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরি। তিনি বলছেন, আমরা রূপের বিচার করি না। তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে? মুখ্যমন্ত্রী সবসময়ই আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এখন এই ঘটনা। লজ্জাজনক!’
রাষ্ট্রপতি পদ নিয়ে একজন মন্ত্রী কীভাবে এই মন্তব্য করতে পারেন সেই প্রশ্ন তুলছে অনেকে। ভারতের রাষ্ট্রপতি পদটি রাজনীতির উর্ধ্বে। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একসময় বিজেপির নেত্রী থাকলেও বর্তমানে তিনি সংবিধানের রক্ষক। তাঁর সম্বন্ধে মন্ত্রীর মতো সাংবিধানিক পদে থাকা একজনের এই মন্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। তাঁদের মতে রাজনৈতিক তরজায় রাষ্ট্রপতিকে টেনে আনাটাই অনুচিত।