‘পিএফআই সদস্যদের বিরুদ্ধে কেন সন্ত্রাস দমন আইন’? রেগে লাল সিপিএমের সেলিম

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া তথা পিএফআইকে নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু করেছে পুলিশ। এতে তীব্র আপত্তি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, ‘কেন পিএফআই সদস্যদের বিরুদ্ধে সাধারণ আইন প্রয়োগ না করে সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হল’?

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেলিম। সেখানে তিনি বলেন, ‘আমরা সমস্ত ধরনের মৌলবাদের বিরোধিতা করেছি এবং করে চলব। কিন্তু এই প্রশ্নও তুলব, কেন পিএফআই সদস্যদের বিরুদ্ধে সাধারণ আইন প্রয়োগ না করে সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হল’?

সেলিমের মন্তব্যের পাল্টা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আসলে তিনি (মহম্মদ সেলিম) আাম গাছটাকে আম গাছ বলছেন। কিন্তু, তার ফলটাকে আম হিসেবে মেনে নিতে পারছেন না। যে বিষবৃক্ষ পিএফআই-এর মধ্য দিয়ে বপণ করা হয়েছিল স্বাভাবিকভাবেই তার ফল বিষাক্ত হয়েছে। তাই সন্ত্রাস দমন আইন তো প্রয়োগ করা হবেই’।

কট্টরপন্থী পিএফআই এবং তার সহযোগী সংগঠনগুলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংগঠনগুলি হল রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ক্যাম্পস ফ্রন্ট অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডরেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল ওম্যানস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন। একইসঙ্গে রিহ্যাব ফাইন্ডেশন কেরালাকেও বেআইনি বলে ঘোষণা করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.