বিভিন্ন সময় রেশনের পণ্য চুরির অভিযোগ উঠেছে। এবার তাই রাজ্য সরকারকে বাদ দিয়ে সরাসরি রেশন ডিলারদের কাছে খাদ্যশস্য ও অন্যান্য সামগ্রী পাঠানোর কথা ভাবছে মোদী সরকার।
রেশন দোকান থেকে যে পরিষেবা পান দেশের সাধারণ নাগরিকরা, তার একটি অংশ এফসিআই অথবা কৃষকদের থেকে সরাসরি কিনে ডিলারদের কাছে পাঠায় রাজ্য। অন্য একটি অংশ কেন্দ্র এফসিআই-এর মাধ্যমে পাঠায় রাজ্যের কাছে। রাজ্য সেগুলি বণ্টন করে ডিলারদের কাছে।
এবার সেই পণ্য সরাসরি ডিলারদের কাছে কম দামে পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, এর ফলে কিছুটা কম খরচে পণ্য কিনতে পারবেন ক্রেতারা বলেই কেন্দ্র মনে করছে। সঙ্গে দুর্নীতিও কম হবে।
বিরোধীদের একাংশ বলছে, আদতে এই পদ্ধতির মাধ্যমে রাজ্যের গুরুত্ব হ্রাস করার চেষ্টা করছে মোদী সরকার। তাঁদের মতে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সরাসরি আঘাত।