ডেঙ্গি নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। এবার মমতা সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ডেঙ্গু সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঠিকমতো পাঠানো হচ্ছে না। সেই কারণে কেন্দ্র সাহায্য করতে চাইলেও তা পারা যাচ্ছে না। এভাবে তথ্য গোপন করলে কোনও সাহায্য করা মুশকিল বলেও স্বাস্থ্যমন্ত্রকের তরফে উষ্মাপ্রকাশ করা হয়েছে।
করোনা কালেও এ রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল। মহামারী মোকাবিলায় রাজ্যের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু তারপর কেন্দ্রের প্রতিনিধিদল পরিস্থিতি পরিদর্শনে আসেন। এবার ডেঙ্গি নিয়েও একই অভিযোগ উঠল।
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতি প্রবীণ পাওয়ার জানিয়েছেন, ‘কেন্দ্র সরকার এই বিষয়ে রাজ্যকে ক্রমাগত দিকনির্দেশ দেয়। ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল এই বিষয়ে কাজ করে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে রাজ্য সরকারের এই বিষয়ে কেন্দ্র সরকারকে তথ্য দেওয়া উচিত। আমাদের পোর্টালে সব রাজ্য থকে ফিডব্যাক আসে। আমাদের বার বার বলার পরেও পশ্চিমবঙ্গ এই বিষয়ে কোনও রিপোর্টিং করেনি। আমি আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য আবার রাজ্য সরকারকে অনুরোধ করছি যাতে তারা দ্রুত ডেঙ্গি সংক্রান্ত তথ্য সামনে নিয়ে আসে’।
এই মুহূর্তে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পাঁচ, ছ’ টি জেলায় রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রতিনিধি পাঠিয়েছে। ফি দিনই এক, দু’ জনের মৃত্যুর খবর মিলছে। শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে। আর এই তথ্য নিয়েই কেন্দ্র-রাজ্যর মধ্যে সমন্বয়ের সমস্য়া হচ্ছে বলে খবর।