যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়েছে, এমনটাই অভিযোগ উঠল সম্প্রতি। অভিযোগের ভিত্তিতে জানতে পারা গেছে যে, উক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম এক পড়ুয়া র্যাগিং-এর শিকার হয়েছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহে সোমবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ ব্লক হোস্টেলে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, র্যাগিং-এর শিকার হওয়া পড়ুয়াটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। স্বল্প দৃষ্টি সম্পন্ন এই পড়ুয়া জি সি সেন ছাত্রাবাসের আবাসিকের। তিনি নিউ ব্লক হোস্টেলের এক বন্ধুর ঘরে পরীক্ষার অনুলেখকের খোঁজে গেলে সেখানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্রের হাতে তাঁকে মারধোরের শিকার হতে হয় বলে জানা গেছে।
আক্রান্ত ছাত্রকে তাঁর বন্ধু কোনোরকমে ছাত্রাবাসের বাইরে নিয়ে গেলে তিনি উপাচার্যকে সমস্তটা জানানোর সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের অধীনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিজএবিলিটিজ’-এর তরফে একদিকে উপাচার্যকে লিখিত অভিযোগ জানানো হয় এবং অপরদিকে ইউজিসির হেল্পলাইনেও অভিযোগ জানানো হয়। এই প্রসঙ্গে ডিন অফ স্টুডেন্টস রজত রায় জানিয়েছেন যে, অভিযুক্ত ছাত্রকে ছাত্রাবাসে প্রবেশ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।