‘ব্রাহ্মণরা অসুস্থ। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়’। এমনই টুইট করলেন তৃণমূল সাংসদ জওহর সরকার। পরে অবশ্য সেই টুইট ডিলিট করে দেন তিনি। তবে ততক্ষণে টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, ইতিহাসবিদ তথা লেখক বিক্রম সম্পতকে উদ্ধৃত করে রাজনৈতিক বিশ্লেষক আনন্দ রঙ্গনাথন একটি টুইট করেছিলেন। তার জবাব দিতে গিয়েই এমন ব্রাহ্মণ বিরোধী মন্তব্য করেন জওহর।
বিক্রম সম্পতকে উদ্ধৃত করে রঙ্গনাথন টুইট করে লেখেন, ‘ইসলামিক বিজয় ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী পর্ব। এর ফলে ৮০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল এবং ২.৫ মিলিয়ন নারীর নিলাম করা হয়েছিল। খিলজির নামে নালন্দার কাছে একটি রেলওয়ে স্টেশনের নামকরণ করা সেই প্রেক্ষিতে বিদ্রূপাত্মক। তিনি নিজে নালন্দাকে পুড়িয়েছিলেন।’
এর জবাবে জওহর সরকার লেখেন, ‘এই দুর্বৃত্ত এবং জিনগতভাবে উদ্ধত ব্রাহ্মণদের সুস্থ করে তুলতে পারেনি শিক্ষাও। এই এক শতাংশ বর্ণবাদী সুবিধাভোগীদের কারণে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপণ করছে ৯৯ শতাংশ ভারতীয়র মধ্যে। ইসলামফোবিয়ায় বিষা ছড়ানো হচ্ছে! বৌদ্ধ স্থাপত্যের ধ্বংস নিশ্চিত করেছিল কে? ব্রাহ্মণ্য শাসক।’
জওহরের সেই টুইটের জবাব কড়া ভাষায় দেন বিক্রম সম্পত। তিনি লেখেন, ‘কল্পনা করা যায় না যে এই বর্ণবাদী ব্যক্তি একসময় আমাদের সংস্কৃতি মন্ত্রালয় এবং প্রসার ভারতীর হয়ে কাজ করতেন। তাঁর বিষাক্ত দৃষ্টিভঙ্গির থেকেই এটা পরিষ্কার যে কেন আমাদের সিভিল সার্ভিসের সংস্কার প্রয়োজন। সৌভাগ্যবশত তাঁর মতো মানুষ এখন ইতিহাসের ডাস্টবিনে!’