আদিল হলেন বিবেক, আলিশা হলেন অনন্যা, যজ্ঞ করে হিন্দু ধর্মে ফিরলেন ৯ মুসলিম

হিন্দু ধর্ম গ্রহণ করলেন উত্তর প্রদেশের এক মুসলিম পরিবার। পরিবারের ৯ সদস্য গঙ্গা স্নান করে যজ্ঞে আহুতি দিয়ে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। পরিবারের অন্যতম সদস্য মহম্মদ আদিল অধুনা বিবেক বলেন, ‘পূর্বপুরুষের ভুল শুধরে নিলাম’।

ওই পরিবার উত্তর প্রদেশের মুজফফরনগরের বাসিন্দা। সোমবার স্বামী যশবীর মহারাজের আশ্রমে শুদ্ধি অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই গঙ্গা স্নান করে যজ্ঞে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন তাঁরা। হিন্দু রীতি অনুযায়ী তাঁদের নতুন নামকরণ করা হয়েছে।

মহম্মদ আদিল(বর্তমান নাম বিবেক) জানান, ‛পূর্বপুরুষের মুখে শুনেছিলাম আমরা ব্রাহ্মণ ছিলাম। ১৫০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহন করতে বাধ্য হয়েছিল। কিন্তু পরে আর নিজ ধর্মে ফেরার সুযোগ পাননি। কিন্তু আমি হিন্দু ধর্মে ফিরতে চেয়েছিলাম। তাই যজ্ঞে আহুতি দিয়ে সপরিবারে পূর্বপুরুষের ধর্মে ফিরে এলাম।’

রীতি মেনে পরিবারের সকল পুরুষ পৈতে ধারণ করেছেন। নিজেদের নতুন নাম ও পরিচয় পেয়েছেন তাঁরা। আদিল হয়েছেন বিবেক সৈনি, আলিশা হয়েছেন অনন্যা, রাবিয়া হয়েছেন পল্লবী, নাজিয়া হয়েছেন নীতু, ওয়ারিশা হলেন মনীষা, গুলিস্তা হলেন রবিনা, সানিয়া হলেন নিশা এবং রুকসানা হলেন নবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.