খুব শীঘ্রই দেশ জুড়ে লাগু হবে সিএএ। এমনই ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, এই আইন কার্যকর করার পথে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেটা কী? এবার জেলাশাসক এবং মুখ্যসচিবদের দেওয়া হল অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার অধিকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের মোট ৩১টি জেলার জেলাশাসক এবং ৯টি রাজ্যের মুখ্যসচিবকে এই অধিকার দেওয়া হয়েছে।
যে ৯টি রাজ্যের মুখ্যসচিবরা নাগরিকত্ব দেওয়ার অধিকার পেয়েছেন, সেগুলি হল গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র। তাঁদেরকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট বলা হয়েছে, ভিনদেশ থেকে আসা শরণার্থীদের আবেদনের ভিত্তিতে জেলাশাসক এবং মুখ্যসচিবরাই তাঁদের নাগরিকত্ব দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৪১৪ জন ভিনদেশি অ-মুসলিম শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই শরণার্থীদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনেই নাগরিকত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, এবং খ্রিস্টান শরণার্থীরা।