ইরানে হিজাব বিরোধী আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। টলমল ইরান প্রশাসন। এতদিন মাহসা আমিনির সমর্থনে রাস্তায় হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন মুসলিম মহিলারা। এবার দেখা গেল প্রতিবাদের নতুন পন্থা। ইরানে মৌলবিদের মাথা থেকে পাগড়ি খুলে দিচ্ছে প্রতিবাদীরা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ধরনের বেশ কয়েকটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, নারী-পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীরা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন ওই ধর্মগুরুদের উপরে। তাঁদের মাথা থেকে পাগড়ি ছিনিয়ে নিচ্ছেন। তারপর কাউকে কাউকে ছুটে পালাতে দেখা গেলেও অনেকেই এমন ভাব করছেন যেন কিছুই করেননি। স্রেফ পাগড়িটি ফেলে দিয়ে অম্লানচিত্তে সেখানেই ঘুরে বেড়াচ্ছেন।
হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। কেবল মহিলারাই নন, প্রতিবাদে শামিল হয়েছেন পুরুষরাও। যদিও দেশজুড়ে প্রবল বিক্ষোভ, আন্দোলনের পরেও থামছে না ইরান সরকার। বিক্ষোভকারীদের থামানোর জন্য আরও কড়া হচ্ছে সে দেশের সরকার। কিন্তু তাতেও যে আন্দোলনের আঁচ কমার এতটুকু চিহ্ন নেই তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিনিয়তই। মাহসার মৃত্যুই কি ইরানে মোল্লাতন্ত্রের কফিনে শেষ পেরেক? এই প্রশ্নের উত্তর দেবে সময়।